শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন

কুলিয়ারচরে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে হত্যা

কুলিয়ারচরে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে হত্যা

নিহত কলেজ ছাত্র আলম মিয়া

মাইন উদ্দিন, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সপরিবারে তাহেরি হুজুরের ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে পরিবারের সদস্যদের সামনে ছোট বোনকে ইভটিজিং এর প্রতিবাদ করায় বাখাটেদের হামলায় আলম মিয়া (২৩) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রের মুত্যু হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার গোবরিয়া-আব্দুলাপুর ইউনিয়নে।

নিহত আলম মিয়া ঐ ইউনিয়নের ভাটি জগতচর গ্রামের খুর্শিদ মিয়ার ছেলে। সে কটিয়াদি ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে। এ ঘটনায় শনিবার সকালে আলমের ভগ্নীপতি মোঃ সুজন মিয়া বাদি হয়ে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর পূর্ব পাড়া গ্রামের মোঃ কামাল হোসেনের পুত্র মোঃ রকি (২১) ও মোঃ আঙ্গুর মিয়ার পুত্র শাওন (২০) এর নাম সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে নিহত আলম তার মা-বাবা ও দুই বোনসহ উত্তর লক্ষ্মীপুর সিদ্দির মোড়ে অনুষ্ঠিত আলোচিত বক্তা তাহরী হুজুরের ওয়াজ শুনতে যায়। ওয়াজ শেষে তারা বাড়ি ফেরার পথে বিকাল সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর পূর্ব পাড়া আসাদ মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তায় আসলে আলমের ছোট বোনকে উদ্দেশ্য করে কয়েকজন বখাটে ইভটিজিং ও অশালীন ইঙ্গিত করে। এ সময় বড় ভাই আলম প্রতিবাদ করলে বখাটেরা তার উপর ক্ষিপ্ত হয়। একপর্যায়ে বখাটেরা আলমের মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে আলম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় বখাটেরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলমকে উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ঐখানে চিকিৎসাধীন অবস্থায় আলমের মৃত্যু হয়। এদিকে আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং এলাকাবাসী বখাটদেরকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে আগরপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana