শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

কটিয়াদীতে উপজেলা পূজা উদযাপন কমিটি ও পৌর কমিটি গঠন

কটিয়াদীতে উপজেলা পূজা উদযাপন কমিটি ও পৌর কমিটি গঠন

 দর্পণ ঘোষ কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের কটিয়াদীতে পূজা উদযাপন কমিটির উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন সাবেক ভিপি দুলাল বর্মন ও সদস্য সচিব শেখর সাহা । পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুজিৎ সাহা ও সাধারণ সম্পাদক জনি সাহাকে নির্বাচন করা হয়।

কমিটি গঠন উপলক্ষে শনিবার সন্ধ্যায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক বিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির বর্তমান আহ্বায়ক স্বপন সাহার সভাপতিত্বে সাবেক ভিপি দুলাল বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি ও সচিব নূর মোহাম্মদ এমপি ।

বক্তব্য রাখেন পৌর মেয়র শওকত ওসমান, উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ও সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভূঞা, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট ভোপেন্দ্র ভৌমিক দোলন , সাধারণ সম্পাদক নারায়ন দত্ত প্রদীপ , কটিয়াদী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বেনী মাধব ঘোষ, সাধারণ সম্পাদক রণবীর সিংহ, উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বিপুল সাহা প্রমুখ। উপজেলা পূজা উদযাপন কমিটি তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana