বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

ভৈরবে বেসরকারি টিভি চ্যানেলের ষ্টিকার যুক্ত গাড়ী থেকে মাদক উদ্ধার ॥আটক-২

ভৈরবে বেসরকারি টিভি চ্যানেলের ষ্টিকার যুক্ত গাড়ী থেকে মাদক উদ্ধার ॥আটক-২

এম.এ হালিম, ভৈরব:

ভৈরবে একটি বেসরকারি ( এনটিভি )টিভি চ্যানেলের ষ্টিকার যুক্ত গাড়ী থেকে ৬৭ কেজি গাজাঁ ও নগদ ৩হাজার টাকা ( মাদক) সহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪ । এ সময় মাদক বহনের দায়ে প্রাইভেটকার জব্দ করা হয় । আটককৃতরা হলো  ব্রাহ্মন বাড়িয়া জেলার আখাউড়া থানার আহমেদাবাদ গ্রামের আব্দুল আউয়ালের পুত্র মোঃ মোরশেদ মিয়া (৩১) ও একই জেলার সদরের মধ্যপাড়া এলাকার ফারুক মিয়ার পুত্র মোঃ শামিম (২৭) ।
এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য আইনে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারি পরিচালক কোম্পানী অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় কতিপয় মাদককারবারি গাড়ীতে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের ষ্টিকার লাগিয়ে ব্র্যাক্ষণ-বাড়িয়ার সিমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য বহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছে । উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভৈরবে নাটালের মোড় এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে বেসরকারি ( এনটিভি )টিভি চ্যানেলের ষ্টিকার যুক্ত গাড়ী থেকে ৬৭ কেজি গাজাঁ ( মাদক) সহ ২ মাদককারবারিকে আটক করা হয় । এ সময় আটককৃতরা নিজেদের সাংবাদিক পরিচয় দেয় । পরে তাদের আইডি কার্ড দেখাতে পারেনি ।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana