বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ অপরাহ্ন
এম.এ হালিম ,ভৈরব:
ভৈরবে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল দুপুরে উপজেলা পরিষদের বঙ্গ-বন্ধু হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, পুস্পস্তবক অর্পণ,মোমবাতি প্রজল্লন আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মসজিদ, মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ,পৌর আওয়ামীলীগের সভাপতি এস,এম,বাকি বিল্লাহ,সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ,ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু,রিপোটার্স ক্লাব ও ইউনিটির সাধারন সম্পাদক ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী,ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ও চেম্বার অব কমার্সেও সভাপতি রোটারিয়ান হুমায়ুন কবির প্রমুখ।