শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে এ আন্দোলন শুরু হয়।
আন্দোলনে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। আমার বাবা কাঁদছে নিরাপদ সড়কের দাবিতে, অ্যাম আই নেক্সট, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে, উই ওয়ান্ট জাস্টিস, গণপরিবহনে শিক্ষার্থী হয়রানি বন্ধ করো- শীর্ষক বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছে।
এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সোমবার (২৯ নভেম্বর) রাতে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় অনাবিল বাসচাপায় মাঈনুদ্দিনের মৃত্যু হয়।