শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
এম.এ হালিম, ভৈরব:
ভৈরবে সাইন্টিফিক সেমিনার রিসেট আপডেট কোভিড -১৯ অনুষ্ঠিত হয়েছে ॥ আজ সোমবার সকালে সাঈদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতালের হল রুমে বেক্সিমকো ফার্মার আয়োজনে ওয়ার্ল্ড ফাষ্ট জেনেরিক মলনোপিরাভির বেক্সিমকো ফার্মা ব্যান্ড ( ঊসড়ৎরারৎ ২০০সম) ট্যাবলেট কোভিড -১৯ আক্রান্ত রোগীদের সুস্থতায় কার্যকর সম্পর্কে সেমিনারে মূল বক্তব্য তুলে ধরেন বেক্সিমকো ফার্মার সিনিয়র এসিসট্যান্ট সেলস ম্যানেজার শ্যামল চক্রবর্তী ।
এছাড়া বক্তব্য রাখেন বেক্সিমকো ফার্মার মেডিক্যাল ডিপার্টমেন্টের এসিসট্যান্ট ম্যানেজার ডাঃ আশিক এলাহী । সেমিনারে সাঈদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ও হৃদ রোগ বিশেষজ্ঞ প্র্েরফসর ডাঃ মোঃ ফারুক, আবদুল্লাহ আল-মারুফ, উপেেজলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খোরশেদ আলম,ডাঃ লায়লা আখতার, ইলিয়াস আহম্মেদ, ডাঃমাহমুদা মুক্তা, ডাঃ আবুল হোসেন, ডাঃ বদরুদ্দোজা সাগর, ডাঃ সৌরভ খান আসাদ, ডাঃ কামাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত ১২ জন চিকিৎসকগণ অংশ নেন ।